কোন বৌদিকে পটাতে হলে জিজ্ঞাস করুন এই কথাগুলি, সে আপনার উপর দুর্বল হয়ে উঠবে

অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। প্রত্যেক মেয়েই বিয়ের পর শুরু করতে চায় এক নতুন অধ্যায়। কারণ সব মেয়ের মনেই বিয়ে জুরে থাকে অনেক স্বপ্ন, আশা ও আকাঙ্কা। এটা আলাদা ব্যাপার যে সে যেটা চায় সেটা সবসময় পেয়ে ওঠা হয় না।বিয়ের পর ঝুট ঝ্যামেলা তো লেগেই থাকে। ঝগড়া, অশান্তি সব সংসারেই চলে। সব কিছু নিয়েই চলতে হয় একটি মে’য়েকে। তার ওপর যদি তার স্বামি তাকে সেইরকম সময় না দেয় তাহলে তো হয়েই গেলো।এইরকম সময় একটি মেয়ের নিজেকে খুবই একা মনে হয়। তার মনে হয় যে এই পৃথিবীতে তার থেকে দুর্ভাগ্যবতী মহিলা আর কেউ নেই। বিভিন্ন প্রশ্ন উকি মারে তাদের একলা মনে। আর তাদের এই প্রশ্ন গুলো আসাটাও স্বাভাবিকয়।

তবে এটাও জেনে নেওয়া দরকার যে কিরকম প্রশ্ন করলে তাদের মনের ওপর প্রভাব পড়তে পারে বা কোন প্রশ্ন গুলো তাদের মনে দুঃখ দিতে পারে। একটি সদ্য বিবা’হিত মহিলাকে কক্ষনই এই প্রশ্ন গুলি করা উচিৎ না। জেনে নিন সেগু’লি কি কি –তবে এটাও জেনে নেওয়া দরকার যে কিরকম প্রশ্ন করলে তাদের মনের ওপর প্রভাব পড়তে পারে বা কোন প্রশ্ন গুলো তাদের মনে দুঃখ দিতে পারে। একটি সদ্য বিবা’হিত মহিলাকে কক্ষনই এই প্রশ্ন গুলি করা উচিৎ না। জেনে নিন সেগুলি কি কি –অনেকদিন তো হল বিয়ে করেছো, বাচ্ছা কবে নিচ্ছ ? এই প্রশ্নটিও কিন্তু তাদের মনে আঘাত পৌঁছানর জন্য যথেষ্ট। এতে মটেই খুশি হয় না একটা সদ্য বিবাহিত মেয়ে। তারপর এমন কিছু মুহুরত আসে যখন কেউ জিগেস করে বিয়ের পর অনুভুতি কেমন ? মেয়েটি কি বলবে কি না বলবে তা না ভেবে পেয়ে বোকার মত তাকিয়ে থাকে।

তাছাড়া সে করবেটাই বা কি। তারপর যদি কেউ বলে যে অনেক বদলে গেছ তুমি। আরে এটাই তো স্বাভাবিক ব্যাপার। বিয়ের পর একটা নয়, একটি মেয়েকে তিনটি সংসারের ভার নিতে হয়। ফলে বাড়ে দায়িত্ব বোধ। তো সেই ক্ষেত্রে বদলে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। তাই না ? অনেকেই বিয়ের পর স্বামীর পদবি নিজের নামের সাথে যোগ করে না। তখনই অনেকে তাদের প্রশ্ন করে থাকে যে নাম পরিবর্তন করছও না কেন ? কেন ভাই বিয়ের পর যে নাম পরিবর্তন করতে হবে এটা কোন বইতে লেখা আছে ? এসব প্রশ্ন করার কি আদৌ কোন দরকার আছে।তারপর আর একটি প্রশ্ন খুব বেশি শোনা যায় আজকাল। নিজেদের ফ্ল্যাট নিচ্ছ না কেন ? সব সংসারেই এখন খরচা বেশি। টাকা জমানোটা আজকাল হয়ে উঠেছে দুষ্কর। কখনো কখনো মনে হয় জিজ্ঞাসা করি দাদা টাকাটা কি আপনি দিয়ে যাবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?