নতুন অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। আবারও জঙ্গিহানা রুখতে সফল হল ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার সকালে জম্মু-শ্রীনগর হাইওয়েতে তিনজন জঙ্গিকে এনকাউন্টারে গুলি করে মারা হয়। এই ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন জম্মু পুলিশের ইনস্পেক্টর জেনেরাল মুকেশ সিং।ঘটনাটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এদিন সকালে, পুলিশ ও সিআরপিএফ-এর একটি দল যানবাহনগুলির উপর নজর রাখছিল। নজরদারির সময় হঠাৎই একটি ট্রাক থেকে গুলি চালানো শুরু হয়। সেই গুলিগালাজে একজন পুলিশ আহত হন। এই পরিস্থিতিতে আমাদের রক্ষীবাহিনী গুলি চালালে তিনজন জঙ্গি মারা যান।” মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, ম্যাগাজিন এবং গ্রেনেড উদ্ধার হয়। এদিকে জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) দিলবাগ সিং সর্বভারতীয় একটি সংবাদসংস্থাকে জানান যে এই তিন জঙ্গি হয়তো কোনও নতুন অনুপ্রবেশকারী দলের সাথে যুক্ত ছিল, যারা শ্রীনগরের দিকে রওনা দিতে চেয়েছিল। এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন দিলবাগ সিং।