এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন টুইটারে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী এদিন টুইট করেন, ভ্যাকসিন নেওয়ার পর হয়তো সাময়িক ভাবে মানুষের মাথা ব্যথা কিংবা জ্বরের মত কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কখনওই সেটা মারাত্মক ক্ষতিকর কিছু হবে না।
ভ্যাকসিন নিলে কোনওভাবেই বাড়বে না সংক্রমণ। মহিলাদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিলে বন্ধ্যাত্ব হতে পারে বিজ্ঞানভিত্তিক এমন কোন তথ্য প্রমাণ এখনও মেলেনি। মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে কোন গুজবে কান দেবেন না।
উল্লেখ্য, শনিবার দেশে প্রথম দফায় ৩০০০ কেন্দ্রে টিকাকরণ চলবে। প্রতিটি কেন্দ্রে দিনে ১০০ জনকে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বৃহস্পতিবার বলেছেন, এখনও পর্যন্ত দুই দেশীয় সংস্থাকে এক কোটি ৬৫ লক্ষ ডোজ টিকার বরাত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, শনিবার বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হতে চলেছে ভারতে।