নতুন অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। করোনা ভাইরাসের তাণ্ডবের জেরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) তরফে। শুক্রবার চিন জানিয়েছে সেখানে মৃত্যুর কোটা ২১৩ পার করে গিয়েছে। প্রায় ১০,০০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রাথমিকভাবে এই রোগ দ্বারা সৃষ্ট হুমকির বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে সংকট আলোচনার পরে এর ঝুঁকি মূল্যায়ন সংশোধন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র টেডরস অ্যাডানম বৃহস্পতিবার জেনেভায় জানিয়েছেন, “আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হল ভাইরাসটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলিতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আরও বিস্তার আটকানোর জন্য আমাদের সবাইকে এখনই একসাথে কাজ করতে হবে। আমরা একসাথে এটি থামাতে পারি।”টেডরস আরও জানান, এই ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানোর জন্য চিনের উপর ভ্রমণ এবং বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করা একেবারে অহেতুক।
কারণ ইতিমধ্যেই এই ভাইরাস বিশ্বের আরও ১৫ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বহু দেশ তাদের নাগরিকদের চিনের সীমানা অতিক্রম করতে নিষেধ করেছে। যার মধ্যে আবার অনেকে মধ্য চিনের ইউহান প্রদেশে ভ্রমণকারীদের প্রবেশ করতে মানা করেছে। উল্লেখ্য, এই ইউহানেই সর্বপ্রথম এই ভাইরাসের প্রকোপ লক্ষ্য করা যায়। বুধবার থেকে বেশ কিছু উড়ান সংস্থা তাদের চিনগামী বিমান বাতিল করেছে। বৃহস্পতিবার এই সংখ্যা আরও বেড়ে যায়। ইজরায়েল তাদের চিনগামী সমস্ত বিমান বাতিল করেছে। যেখানে রাশিয়া জানিয়েছে, তারা তাদের পূর্ব সীমান্ত বন্ধ করে দিচ্ছে।