তার মাথা এবং চোখে মারাত্মক আঘাত লেগেছে।স্থানীয় লোকজন ভাল্লুকের আক্রমণে আহত পিতা মোহনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ঐ ব্যাক্তি জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।ঘটনাকে কেন্দ্র করে খেদাছড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে জুমিয়াদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।উল্লেখ্য প্রায় সময়ই জুম চাষ করতে গিয়ে জুমিয়ারা ভাল্লুকসহ অন্যান্য প্রাণীদের প্রাণঘাতী আক্রমণের মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়েই জুম চাষিরা জুম চাষ করে জীবিকা নির্বাহ করছে।