এদিন মিছিল করে এসে সংক্তান্তির ঘর পুড়ানো সাথে তিনটি কৃষি আইন জ্বালিয়ে প্রতিবাদ জানায় রাজ্য কৃষি সংগঠনগুলি অর্থাৎ সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি, গণমুক্তি পরিষদের রাজ্য কমিটি এবং খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটি। মেলারমাঠস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিলের শেষে একর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর জানান, দেশের কৃষকদের এ ধরনের অবস্থায় ফেলে মকর সংক্রান্তি পালন করা যায় না। তাই কোন সংক্রান্তি নেই। এই সংক্রান্তিতে কৃষকরা আগুন নিয়ে ফসলে প্রস্তুতি নেয়।
কিন্তু এবছর কৃষকরা আইন বাতিলের দাবিতে আন্দোলনরত অবস্থায় আছে। তাই এই ধরনের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।