অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। চলতি মাসে ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরণের কর্মসূচি। আর তার কারণেই পিছিয়ে গিয়েছিল পোলিও টিকাকরণ।
তবে কবে পোলিও টিকাকরণ শুরু হবে, সেই বিষয়েও প্রথমে কিছু জানানো না হলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় সূত্রে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে পোলিও টিকাকরণ। এর সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা ৪৫ নাগাদ রাষ্ট্রপতি ভবনে কয়েকজন শিশুকে পোলিও টিকা দিয়ে কর্মসূচির সূচনা করবেন রাষ্ট্রপতি। পরের দিন, অর্থাৎ ৩১ জানুয়ারি “পোলিও রবিবার”। সেদিন থেকে দেশজুড়ে পোলিও টিকাকরণ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।
করোনা টিকাকরণের পাশাপাশি তাল মিলিয়েই যাতে পোলিও টিকাকরণ এবং বাকি স্বাস্থ্য পরিষেবাগুলিও পরিচালন করা যায়, সেই বিষয়ে নজর রাখবে স্বাস্থ্যমন্ত্রক।
আর তার আগে ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। তারপর ধাপে ধাপে শুরু হবে বাকি ১২৭ কোটি দেশবাসীর টিকাকরণ।