চাকমাঘাট ব্যারেজে দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা শুরু

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা শুরু হয়েছে৷ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ডা. অতুল দেববর্মা৷ মেলার উদ্বোধন করে তিনি বলেন, এই মেলা আমাদের সংস্কৃতির অঙ্গ৷ নতুন সরকার আসার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থায়ী মঞ্চ তৈরী করা হয়েছে৷ করোনা অতিমারি পরিস্থিতির জন্য এবছর স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে মেলার আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরীদের কাছে এই উৎসব পৌষ হাংঙ্গরাই নামে খ্যাত৷ তাছাড়া ভারতের অন্যান্য জায়গায়ও বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয়৷

তিনি আশাপ্রকাশ করেন আগামী বছর আরও ব্যাপক আকারে এই মেলার আয়োজন করা সম্ভব হবে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমুখ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সহসভাপতি হরিশঙ্কর পাল, মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুুনীল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ প্রমুখ৷ সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মেলায় ব্যবসায়ীগণ ২৫০টি স্টলে তাদের পসরা নিয়ে বসেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?