রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে ট্রাস্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জানুয়ারি।। রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে জন সম্পর্ক অভিযান সংগঠিত করা হবে।জন সম্পর্ক অভিযান সংগঠিত করার পর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি হিন্দু পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে।

ন্যূনতম ১০ টাকা ১০০ টাকা এবং ১০০০ টাকা কুপনের বিনিময়ে অর্থ সংগ্রহ করা হবে বলে সাংবাদিকদের জানানো হয়।ট্রাস্টের রাজ্য কমিটির কর্মকর্তারা আরো জানান গোটা দেশ জুড়েই এ ধরনের তহবিল সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য রাজ্যে এখনও পর্যন্ত  ৭২০টি কমিটি গঠন করা হয়েছে। মোট ১১০০ টি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানান হিন্দু পরিবারগুলো একমাত্র এ সময়ের মধ্যেই রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দান করার সুযোগ পাবেন।তহবিল সংগ্রহ অভিযানে প্রত্যেকের সহযোগিতা আহ্বান করেছেন তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?