শহরে এই সংস্কৃতি তেমন চোখে না পড়লেও গ্রাম-বাংলায় এখনো এই সংস্কৃতিকে আঁকড়ে রেখেছেন অনেকেই। সঙ্গে রয়েছে নানা পিঠে পুলির আয়োজন। মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে এই দিন রাজধানী আগরতলা শহর লাগোয়া লঙ্কামুরা এলাকার বেশ কিছু বাড়িতে দেখা যায় রমণীরা আলপনা আঁকছেন। তারা জানান তাদের পূর্বপুরুষরা মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর এই আলপনা আকত বাড়ির উঠানে। পূর্ব পুরুষদের সেই ঐতিহ্যকে অনুসরণ করে তারাও বাড়ির উঠানে আলপনা আঁকছেন।