অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। করোনা মহামারির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে। যার জেরে দুই হাজার কড়কনাথ মুরগির অর্ডার বাতিল করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ক্রিকেট ছাড়ার পর থেকে চাষবাস ও পশুপালনে মন দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। নিজের ফার্মের জন্য ধোনি দুই হাজার কড়কনাথ মুরগি অর্ডার করেছিলেন।
কৃষি বিকাশ কেন্দ্রের মাধ্যমে ধোনির ফার্ম ম্যানেজার মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা থেকে কড়কনাথ মুরগি অর্ডার দিয়েছিলেন। অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল। হায়দরাবাদ থেকে গ্রামাপ্রিয়া প্রজাতির মুরগির অর্ডারও করা হয়েছিল ধোনির ফার্মের পক্ষ থেকে। তবে আপাতত সেই অর্ডারও বাতিল করা হয়েছে।
হায়দরাবাদে যদিও বার্ড ফ্লুর প্রকোপ এখনো দেখা যায়নি। তবুও ঝুঁকি নিতে রাজি নন ধোনির ফার্ম ম্যানেজার। ৪৩ একর জায়গা জুড়ে ফার্ম গড়ে তুলেছেন ধোনি। রাঁচির সেম্বো গ্রামে ধোনির সেই ফার্ম হাউস। মোট ১০ একর জমিতে বিভিন্ন শাকসবজি চাষ হয়।
ধোনির সেই ফার্ম হাউসের সবজি দুবাইয়ের বাজারে বিক্রি হবে বলেও শোনা গিয়েছিল। সেই ফার্ম হাউসের অনেকটা অংশ জড়ে ধোনি পশুপালনের ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছিল। কড়কনাথ ও গ্রামাপ্রিয়া মুরগি পালন হওয়ার কথা রয়েছে সেখানে।