অনলাইন ডেস্ক।। চিনে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামলাতে কদিন আগেই লকডাউন হয়েছিল চিনের বেশকিছু শহরে।
সংক্রমণ, বাড়ায় এবার বৃদ্ধি করা হল সেই লকডাউনের মেয়াদ। জানা গিয়েছে, চিনের হুবেই প্রদেশের রাজধানী সিজিয়াঝুয়াংয়ে ৪০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তাই ঝুঁকি না নিয়ে সেখানে নতুন করে লকডাউন ঘোষণা হয়েছে। বন্ধ থাকছে স্কুল-কলেজ।
এছাড়াও বেজিংয়ের দক্ষিণে গুয়ান প্রদেশেও এক সপ্তাহের জন্য জারি করা হয়েছে লকডাউন। দেশের আরও কিছু প্রান্তে বেড়েছে লকডাউনের মেয়াদ।