স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। প্রথম সারির করােনা যােদ্ধা সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিন দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকারকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শ্রী সরকার আজ মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রীদেবের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শ্রীদেব করােনা ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকরাও প্রথম শ্রেণীর করােনা যােদ্ধা।
তাই তাদেরকেও অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। এর আগে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক শ্রী সরকার মুখ্যমন্ত্রী শ্রী দেবকে এক চিঠি দিয়ে রাজ্যের প্রথম শ্রেণীর করােনা যােদ্ধা সাংবাদিক ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরােধ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক শ্ৰী সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শ্ৰী দেবকে অভিনন্দন জানিয়েছেন।