অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি।। চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট ড্র করেছে ভারত। তবে শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দেওয়া দুই দলের তৃতীয় টেস্টটির পঞ্চম দিনেও সামনে এসেছে নতুন বিতর্ক। এবারের বিতর্ক স্টিভেন স্মিথকে ঘিরে। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্তের গার্ডের জায়গা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এক ভিডিওতে দেখা যায়, পপিং ক্রিজে পা ঘষছেন স্মিথ। স্টাম্প ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য দেখেই স্মিথকে একহাত নিয়েছেন অনেক ভারতীয় সমর্থক।
সোমবার সিডনিতে ম্যাচের শেষ দিনে প্রবল চাপের মধ্যে ছিল ভারত। সেখান থেকে পালটা আক্রমণের রাস্তায় হাঁটেন পন্ত। ব্যাকফুটে ফেলে দেন অস্ট্রেলিয়াকে। এর মধ্যেই দ্বিতীয় সেশনে পানি পানের বিরতি দেওয়া হয়। তখনই সেই বিতর্কিত ঘটনা ঘটে।
স্টাম্প ক্যামেরায় ধরা পড়া একটি দৃশ্যের ভিডিওতে দেখা যায়, পপিং ক্রিজে যেখানে ব্যাটসম্যানরা দাঁড়ান, সেখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন স্মিথ। তারপর চারদিকে ঘুরে পন্তের গার্ডের জায়গায় স্পাইক জুতো ঘষতে থাকেন, যাতে পন্তের গার্ড উঠে যায়। বারকয়েক জুতো ঘষে চলে যান স্মিথ। তারপর পন্তকে আবার নতুন করে গার্ড নিতে হয়।