এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজ উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় নতুন বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে এবিভিপি ছাত্র সংগঠন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ মহাবিদ্যালয় এর মূল ফটকের সামনে প্রথমে বর্ষে দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির দাবিতে জড়ো হয়। মহাবিদ্যালয়ে সিংহ দুয়ার বন্ধ করে দেওয়া হয় বিকাল ৪টা পর্যন্ত ।
আন্দোলনকারীদের দাবি যে সকল ছাত্র ছাত্রীরা মহাবিদ্যালয় এখনো ভর্তি হতে পারেনি তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে । যে সকল শিক্ষার্থী স্থানীয় মহাবিদ্যালয়ের অন্তর্গত রয়েছেন এবং অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের স্ব স্ব এলাকার মহাবিদ্যালয়ে পড়াশোনার সুযোগের জন্য অবিলম্বে ভর্তির ব্যবস্থা করতে হবে ।