নতুন এ সিক্যুয়েলকে বলা হচ্ছে ‘বিগ জায়ান্ট রিইউনিয়ন পার্টি’। হালের স্পাইডার-ম্যান টমের সঙ্গে থাকছে পুরোনো দুজন, যথাক্রমে টবি মারগুয়ের ও অ্যান্ড্রু গরফিল্ড। অবশ্য তারা যার যার টাইমলাইনে থাকবেন।
এ ছাড়া ইলেক্ট্রো চরিত্রে যোগ দেবেন জেমি ফক্স ও ডক্টর স্ট্রেঞ্জ হচ্ছেন বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ। পুরোনো সিরিজের কয়েকটি চরিত্র থাকবে বলেও শোনা যাচ্ছে।
এখন বলা হচ্ছে, এর আগে ‘স্পাইডার-ম্যান থ্রি’কে যত বড় সেলিব্রেশন ধরা হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশি কিছু হতে যাচ্ছে। কারণ অতীতে অ্যাভেঞ্জার্সদের নেতৃত্ব থাকা রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে আয়রন ম্যান চরিত্রে, আর থাকছেন স্কারলেট উইচ চরিত্রে এলিজাবেথ ওলসন।
তবে টাইমলাইন অনুসারে যেহেতু নতুন ছবিটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’-এর পরের তাই আয়রন ম্যানকে বিশেষ প্রযুক্তির সাহায্যে দেখানো হবে, হলোগ্রামের সাহায্যে। অর্থাৎ, বড় দৈর্ঘ্যের চরিত্রে হাজির হচ্ছেন না।
সাম্প্রতিক এক খবরে জানা যায়, টবি মারগুয়ের স্ক্রিনটাইমের চেয়ে বেশি পারিশ্রমিক চাইছেন। তবে ছবির আকর্ষণ বাড়াতে বেশি টাকায় রাজি হতে দেরি করেনি মার্ভেল কর্তৃপক্ষ।