দু’দিন আগে লা লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে ৬৫ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। যদিও এর আগে জোড়া গোল আদায় করে নেন। ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান করেন জোড়া গোল। তাতে ম্যাচটা ৪-০ তে জেতে বার্সেলোনা।
তবে মেসির ওভাবে মাঠ ছেড়ে যাওয়াটা শঙ্কা হয়েই এসেছিল। মেসি এখন বুধবার সুপার কোপায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জন্য তৈরি।
লা রিয়ালদের বিপক্ষে ক্যারিয়ারে সব মিলে ২৬ ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ১৬টি। জিতেছেন ১৭ ম্যাচে, ড্র ৪টি এবং হার ৫টি।