এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ-মৃত্যু দেখল বিশ্ব

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। হঠাৎ উল্লম্ফনের পর কমে এসেছে করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু। রবিবার প্রায় এক সপ্তাহের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু দেখল বিশ্ব।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ ১২ হাজার ২১৪ জন। এর আগে ৪ জানুয়ারি ৫ লাখ ৫৪ হাজার ৭৮৬ জন সংক্রমিত হন। এর মধ্যে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি ৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়। গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৯ কোটি ৬ লাখ সাড়ে ৯১ হাজার ছাড়িয়ে গেছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ১৩১ জনে।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৩ হাজার শনাক্ত এবং প্রায় ১৮শ’ মানুষের মৃত্যু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?