৮ জানুয়ারি প্যাংগং লেকের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্ররেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এক চিনা সেনা। এ দেশে ঢুকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে সে। এর পরই ভারতীয় সেনা জানিয়েছিল, পরিস্থিতি খতিয়ে দেখে এবং সমস্ত রকম প্রোটোকল মেনে শীঘ্রই চিনের হাতে তুলে দেওয়া হবে ধৃত সেনাকে।
কী ভাবে ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল, তা নিয়ে ধোঁয়াশা ছিল। যদিও চিন দাবি করে, পথভুল করেই নাকি ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল। চিনের ওই দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখা শুরু করে ভারত। প্রাথমিক তদন্তে জানা যায়, চিনা সেনা ভুল করেই ঢুকে পড়েছিলেন। একই সঙ্গে আটক সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র, খাবার দেওয়া হয়। করা হয় চিকিৎসার ব্যবস্থা।
বিষয়টি নিয়েই সোমবার বৈঠকে বসে দু’পক্ষ। বৈঠকের পর সমস্ত প্রোটোকল মেনেই আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হয়। এই প্রথম নয়, গত বছরের অক্টোবরেও দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পিএলএ-র এক কর্পোরাল। তখনও চিন একই ভাবে দাবি করেছিল, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই সেনা। প্রোটোকল মেনে ওই কর্পোরালকেও চিনের হাতে তুলে দেওয়া হয়েছিল।