স্টাফ রিপোর্টার, মেলাঘর, ১১ জানুয়ারি।। মেলাঘর দুর্লভ নারায়ন এলাকায় কলা গাছ থেকে কলাপাতা কাটাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এক কিশোর আরেক কিশোরের গলায় কাচি দিয়ে আঘাত করে। এতে রূপক দাস নামে এক কিশোর গুরুতর ভাবে আহত হয়। গুরুতর ভাবে আহত কিশোর রূপক দাসকে তার বাড়ির লোকজন মিলে প্রথমে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করে দেওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।