হার এড়াতে ভারতের সামনে কঠিন পথ

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। রবিবার ম্যাচের চতুর্থ দিন শেষে এ কথা বলাই যায়। কারণ হার এড়াতে হলে শেষ দিনে ভারতকে পাড়ি দিতে হবে কঠিন পথ। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৮ রানে দিন শেষ করেছে ভারত।

এখনো জয়ের জন্য তাদের দরকার ৩০৯ রান। অর্থাৎ পঞ্চম দিনে এই রান তাদের করতে হবে। অথবা অন্তত ড্র করতে হলে সারা দিন কাটিয়ে দিতে হবে। ২ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে ভারতের সামনে ৪০৭ রানের লক্ষ্য দাঁড়ায়।

অজিদের পক্ষে অলরাউন্ডার ক্যামেরন গ্রীন ৮৪ রানের ইনিংস খেলেছেন। স্টিভেন স্মিথ ৮১ ও মার্নাস লাবুশেন ৭৩ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিল উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন।

গিলকে ব্যক্তিগত ৩১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন জস হ্যাজলউড। ৫২ রান করা রোহিতকে ফেরান প্যাট কামিন্স। চেতেশ্বর পূজারা ৯ ও অধিনায়ক আজিঙ্কা রাহানে ৪ রান নিয়ে সোমবার নতুন দিন শুরু করবেন। ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনে বড় জুটি দরকার তাদের।

তবে ইতিহাস ভারতের পক্ষে নেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে কোনো দলের সর্বোচ্চ তাড়া করে জেতার রেকর্ড ২৮৮ রান। যেটা ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজটিতে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। ব্রিসবেনে শেষ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর

চতুর্থ দিন শেষে

অস্ট্রেলিয়া ৩৩৮ এবং ৩১২-৬: গ্রীন ৮৪, স্মিথ ৮১, লাবুশেন ৭৩

ভারত ২৪৪ এবং ৯৮-২: রোহিত ৫২
জয়ের জন্য ভারতের আরো ৩০৯ রান প্রয়োজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?