জনসনের বদলে প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক, ১০ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। মোদির আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসার কথা জানিয়েছিলেন জনসন। কিন্তু শেষ মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে তাঁর ভারত সফর বাতিল করেন বরিস।

জনসন না আসায় এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সন্তোখি। রবিবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি কুচকাওয়াজ অনুষ্ঠানে দিল্লিতে থাকবেন চন্দ্রিকা। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বিদেশমন্ত্রক আয়োজিত প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিকা। এমনকি, বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করতেও দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, ২০২০-র জুলাইয়ে প্রথমবার দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলের ছোট্ট দেশ সুরিনামের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন চন্দ্রিকা। উল্লেখ্য, সুরিনাম এক সময় নেদারল্যান্ডের উপনিবেশ ছিল।

এই দেশের মোট জনসংখ্যার ২৭.৪ শতাংশ ভারতীয়। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে চন্দ্রিকা প্রসাদ ছিলেন সুরিনামের পুলিশ প্রধান। সুরিনামের গ্রামাঞ্চলে জন্ম এবং বেড়ে ওঠা চন্দ্রিকার। পরিবারের নয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

স্কুলের পাঠ শেষ করে তিনি নেদারল্যান্ডস পুলিশ একাডেমিতে চার বছর পড়াশোনা করেন। ১৯৮২ সালে সুরিনামে ফিরে যোগ দিয়েছিলেন পুলিশ বাহিনীতে। ১৯৮১-এ তিনি সেখানকার পুলিশ কমিশনার নিযুক্ত হন।

দক্ষিণ আমেরিকার কোনও দেশে প্রথমবার একজন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন চন্দ্রিকা। প্রেসিডেন্ট হিসেবে শপথ  নেওয়ার সময় চন্দ্রিকার হাতে ছিল বেশ। সংস্কৃত ভাষায় শপথ নিয়েছিলেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?