আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে বিলোনিয়া থানায় একটি মামলা গৃহীত হয়েছে। বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।প্রাথমিক তদন্তে জানা গেছে অটো এবং মারুতি গাড়ি দুটি দ্রুতবেগে চলছিল।সাতপুরা চৌমুহনী এলাকায় এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি। ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অটো এবং মারুতি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। উল্লেখ্য ওই সড়কপথে প্রতিনিয়তই দ্রুতবেগে যানবাহন চলাচল করে।
যানবাহন গুলির মধ্যে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের তরফ থেকে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। সে কারণেই দুর্ঘটনার হার দিনের পর দিন বেড়েই চলেছে বলে অভিযোগ।যান দুর্ঘটনা এড়াতে পুলিশ সহ সাধারন প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।