এই জিম সেন্টারে ভর্তির জন্য ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এইদিন স্টুডেন্ট হেলথ হোমে জিম সেন্টারের উদ্ধোধন করেন বিরোধী দলনেতা মানিক সরকার। উপস্থিত ছিলেন বিরোধী দলের উপ নেতা বাদল চৌধুরী, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন পূর্বতন সরকারের সময় রাজ্যে ওএনজিসি সরকারের সাথে আলোচনা করে বিভিন্ন প্রকল্পে অর্থ খরচ করেছে স্বাধীন ভাবে। কিন্তু বর্তমান কেন্দ্রিয় সরকার তাদের পায়ে শিকল পরিয়ে দিয়েছে। ফলে তারা চাইলেও আগের মতো অর্থ খরচ করতে পারছে না স্বাধীন ভাবে। তাই তিনি কেন্দ্রিয় সরকারের নিকট আবেদন জানান ওএনজিসি-র হাতে পায়ের শিকল খুলে দেওয়া হোক, তাহলে তারা স্বাধীন ভাবে অর্থ খরচ করতে পারবে।