জানা গিয়েছে, ভোপালের পিপলস মেডিকেল কলেজে ১২ ডিসেম্বর কোভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। মৃতের ছেলে আকাশ জানিয়েছেন, করোনার ভ্যাকসিন শরীরের যাওয়ার পর থেকেই তাঁর বাবার শরীর খারাপ হতে থাকে। তাঁর বাবার হাইপারটেনশন, গা বমি হচ্ছিল। এগুলিকে তাঁরা সাধারণ উপসর্গ ভেবে প্রথমে খুব একটা গুরুত্ব দেননি। ১৯ ডিসেম্বর শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ২১ ডিসেম্বর তাঁর বাবার মৃত্যু হয়।
পুলিশের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ময়নাতদন্তের সর্বশেষ রিপোর্ট এলে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কী কারণে ওই ব্যক্তির শরীরে বিষক্রিয়া হল তা এখনও জানা যায়নি। ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় নাকি অন্য কোনও কারণে বিষক্রিয়া তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই ব্যক্তির মৃত্যু নিয়ে এখনও টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।