স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জানুয়ারি।। অনির্দিষ্ট কালের গনঅবস্থানের ৩৩ তম দিনের ন্যায় ৩৪ তম দিনেও দান বাক্স নিয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে দান সংগ্রহ করলো চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। এইদিন চকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা দান বাক্স নিয়ে রাজধানীর উমাকান্ত বিদ্যালয়, শিশু বিহার বিদ্যালয় সহ বেশকিছু বিদ্যালয় থেকে দান সংগ্রহ করে। বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও অসিক্ষক কর্মীদের কাছ থেকে দান সংগ্রহ করে চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা।
চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য ১০ বছর চাকুরি করার পর বর্তমানে ৩৪ দিন ধরে তারা রাস্তার পাশে দিন কাটাচ্ছে। কিন্তু তাদের এই পরিণতির জন্য কারা দায়ী তা, তাদের জানা নেই। তাই যতদিন তাদের চাকুরির স্থায়ী সমাধান না হবে, তারা তাদের গনঅবস্থান চালিয়ে যাবে বলে জানায়। কিন্তু গনঅবস্থানে সামিল হওয়া চাকুরিচুত শিক্ষক শিক্ষিকাদের খাবারের সমস্যা রয়েছে, তাই তারা খাবারের জন্য দান সংগ্রহ করছে বলেও জানায়।