স্টাফ রিপোর্টার, খোয়াই, ৯ জানুয়ারি।। রাজ্যের কলঙ্কের অধ্যায় আরো এক চাকুরিচ্যুত শিক্ষিকার আত্মহত্যা। শনিবার ঘটনাটি ঘটে আম্পুরার নক্ষত্র বাড়ি এলাকায়। এইদিন চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মা রাবার প্রসেসিং এসিড পান করে চার বছরের ছেলেকেও এসিড খাওয়ায় । স্বামীও চাকরিচ্যুত দিনেশ দেববর্মা। তিনিও চাকুরিচ্যুত শিক্ষক। অবস্হা আশঙ্কাজনক হওয়াতে চিকিৎসক শিক্ষিকাকে রেফার করেন জিবি হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য আই এল এস হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা আর হয় নি।
মৃত্যুর কুলে ঢলে পড়ে শিক্ষিকা। চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত মর্মাহত হয়ে জানিয়েছেন সরকার যদি চাকুরিচ্যুতদের জন্য কোন ব্যবস্হা করতে না করে তাহলে তাদের রাস্তায় পরে মরতে হবে। রুমি দেববর্মা গত চার থেকে পাচ দিন পূর্বেও গনঅবস্হানে অংশ নিয়েছিলেন। তিনি এডুকেশনে স্বর্ণ পদক প্রাপ্ত ছিলেন। চাকুরিচ্যুত হয়ে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে চাকুরিচ্যুতদের মধ্যে।