ছাত্রটি ঢলে মাটিতে পড়ে যায় l রাস্তার পাশ দিয়ে যখন একজন লোক যাচ্ছিলেন ওই সময়ে ছাত্রটি পড়ে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেয়। কিন্তু বনভোজনের বাস গাড়িটিকে আটকাতে পারেনি l ১০২ নাম্বারে তৎক্ষণাৎ ফোন করলেও ওই এম্বুলেন্স গাড়ির ফোন রিসিভ না করায় l অটো গাড়ি দিয়ে ছাত্রটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ে শিক্ষক সহ এলাকার কয়েকজন যুবক l শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে পাঠিয়ে দেওয়া হয় জিবিপি হাসপাতালে l
তবে এই ঘটনায় যুবকসহ স্কুলের শিক্ষকরাও ক্ষোভ ব্যক্ত করেন l ছাত্রের মাথায় প্রচন্ড আঘাত লাগাতে কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের লোকজন।পরবর্তী সময়ে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে ১০২ আম্বুলান্স এর মাধ্যমে জিবিপিতে রেফার করা হয় l বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো কয়েকজন শিক্ষক ছুটে যান বিশালগড় মহকুমা হাসপাতালে l চড়িলাম থেকে বেশ কয়েকজন যুবক বিশালগড় হাসপাতাল থেকে এম্বুলেন্স এর মাধ্যমে ছাত্রটিকে নিয়ে যায় l এই ঘটনায় ছিঃ ছিঃ রব ওঠে l