মার্নাসের প্রশ্ন, তোমার প্রিয় ব্যাটসম্যান কে? গিল বললেন ম্যাচের পরেই বলব

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন নানা কারণে ঘটনাবহূল হয়ে রইল। রানের খরা কাটিয়ে স্টিভ স্মিথ পেলেন টেস্টে ২৭ নম্বর সেঞ্চুরি। ধরে ফেললেন বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৩৩৮ রানে। জবাবে ভারতের স্কোর ৯৬-২।

দ্বিতীয় টেস্টে ওপেনার হিসেবে শুভমন গিল পেলেন তাঁর প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চা হল ভারতীয় ওপেনার এবং মার্নাস লাবুশেনের বাগযুদ্ধ। যে কথোপকথন রীতিমতো উপভোগ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও দুই শিবির থেকেই তা নিয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি। তাকে ক্রিকেটের অঙ্গ হিসেবেই সকলে মেনে নিয়েছেন।

ঘটনার সূত্রপাত ভারতীয় ইনিংসের সময়। তখন ভারতের হয়ে ওপেন করছেন গিল এবং রোহিত। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা লাবুশেন জানতে চান গিলের কাছে, তাঁর প্রিয় ব্যাটসম্যান কে? শচীন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি? তিনি প্রশ্ন করেন, “তোমার প্রিয় ক্রিকেটার কে? শচীন নাকি কোহলি?” গিল জবাব দেন, “সেটা না হয় ম্যাচের পরেই বলব।” সেই সংক্ষিপ্ত উত্তরে খুশি হতে পারেননি লাবুশেন। তিনি ফের জানতে চান, “এই বলটার পরেই কি জানাবে? কে প্রিয়? শচীন নাকি কোহলি?” গিল আর কথা বাড়াননি।

একই ঘটনা ঘটে রোহিত শর্মার ব্যাটিংয়ের সময়েও। অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে সিডনিতেই প্রথম খেলতে নেমেছেন রোহিত। ভারতীয় ওপেনারকে লাবুশেন প্রশ্ন করেন, “কেমন কাটল তোমার কোয়ারেন্টাইন পর্ব?” যদিও সেই প্রশ্নের জবাব দেওয়ার দরকার মনে করেননি রোহিত।

তবে অস্ট্রেলিয়ার কাছে খুশির খবর, দীর্ঘদিন পরে স্টিভ স্মিথের দুর্দান্তভাবে ছন্দে ফিরে আসা। তিনি আউট হন ১৩১ রানে। যা নিয়ে ম্যাচের পরে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, “অনেকেই বলছিলেন যে, আমি ছন্দহীনতার শিকার হয়েছি। তবে আমি একবারের জন্য তা মনে করিনি। প্রথম দুটো টেস্টে ভাল শুরু করেও উইকেটে থিতু হতে পারিনি, এবার সেটা পারলাম। দলকে একটা ভাল জায়গায় দাঁড় করিয়ে দিতে পেরে আনন্দ হচ্ছে।” যোগ করেন, “বিশেষ করে অশ্বিনের বিরুদ্ধে এ বার অনেক বেশি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি বলেই সেঞ্চুরিটা পেলাম। চাপটা মনের উপরে তৈরিই হতে দিইনি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?