অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। শেষ পর্যন্ত পাক আদালত লস্কর-ই-তৈবা কমান্ডার জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিল। সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করার অপরাধে লাখভিকে এই সাজা দিল লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। কয়েকদিন আগেই লাখভিকে গ্রেফতার করেছিল লাহোর পুলিশ। শেষ পর্যন্ত বেশ কিছুদিন মামলা চলার পর লাখভিকে কারাদণ্ডের সাজা দেওয়া হল।
পঞ্জাবের সন্ত্রাস দমন শাখা লাখভির বিরুদ্ধে জঙ্গিদের অর্থ জোগান দেওয়ার অভিযোগ করেছিল লাহোর পুলিশের কাছে। রাষ্ট্রসংঘ আগেই লাখভিকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বইয়ে এক ভয়াবহ হামলা চালিয়েছিল। ওই বিস্ফোরণের ঘটনায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। আহত হয়েছিলেন তিনশ’র বেশি মানুষ। মুম্বই হামলার ওই ঘটনার মূল চক্রী ছিল লাখভি। ভারতের অভিযোগের প্রেক্ষিতে মুম্বই হামলায় যুক্ত থাকার কারণে এর আগেও লাখভিকে গ্রেফতার করেছিল পুলিশ।
কিন্তু ২০১৫-য় জামিনে মুক্তি পায় সে। শেষ পর্যন্ত গত শনিবার ফের এই জঙ্গি নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখা। জঙ্গিদের অর্থ জোগানোর অপরাধেই এই লস্কর-ই-তৈবা কমান্ডারকে ১৫ বছরের সাজা দিল আদালত। শুক্রবারে লাহোরের সন্ত্রাস দমন আদালত জানিয়েছে, জাকিউর রহমানকে তিন দফায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। প্রতি দফায় এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
এদিন বিচারক তাঁর নির্দেশ দিতে গিয়ে জানান, যদি আর্থিক জরিমানা দিতে না পারে সে ক্ষেত্রে অপরাধীকে প্রতি দফায় অতিরিক্ত আরও ছয় মাস করে জেলে থাকতে হবে। ইতিমধ্যেই লাখভিকে জেলে পাঠানো হয়েছে। আদালতে শুনানির সময় অবশ্য সে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে। একই সঙ্গে অভিযোগ করে, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।