কেন্দ্রীয় বন্দর ও জলপথ মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। আজ নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় বিদ্যৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের রাজ্যমন্ত্রীর সাথে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে তিনি বাংলাদেশের সাথে ১৬০ মেগাওয়াট বিদ্যৎ বিক্রির চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করা ছাড়াও নর্থ ইস্টার্ন রিজিওন পাওয়ার সিস্টেম ইমপ্রভমেন্ট প্রজেক্ট এর আওতায় চড়িলামে একটি ট্রানজিট ক্যাম্প করার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার আবেদন জানান৷ তাছাড়াও তিনি সূর্যমণিনগরের সাবস্টেশনকে ৪০০ কেভিকে উন্নীত করার কাজ চলাকালীন সময়ে পালাটানা

থেকে সূর্যমণিনগরে ১৩২ কেভি সরবরাহ লাইনটি চালু রাখা এবং সূর্যমণিনগরের বর্তমান ১৩২ কেভি লাইনের মাধ্যমেই বাংলাদেশে বিদ্যৎ সরবরাহ করার জন্য অনুরোধ করেন৷ কেন্দ্রীয়মন্ত্রী এসব ব্যাপারে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিষেবা ও জলপথ মন্ত্রী মনসুখ এল মান্দভিয়ার সাথে সাক্ষাৎ করে সোনামুড়ায় স্থায়ী জেটি / টার্মিনাল নির্মাণ, গোমতী নদীর নাব্যতা বাড়ানো, সেতুর উচ্চতা বাড়ানোর কাজ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান৷ জলপথে ত্রিপুরা থেকে রাজ্যে আনারস পরিবহণের বিষয়টি ত্বরান্বিত করতেও তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেন৷

এতে কেন্দ্রীয় বন্দর ও জলপথ মন্ত্রী এ সমস্ত কাজ রূপায়ণ ত্বরান্বিত হবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন৷ আজ নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প ও রেলমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন এবং রাজ্যে রাবার ক্ষেত্রের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রকের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং রাবার ক্ষেত্রের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ তাছাড়া ডেমো ট্রেন সহ প্রাক কোভিড সময়ের সমস্ত ট্রেন পুনরায় চালু করা, সাবমে ইয়ার্ড নির্মাণ, সেতুর নীচের রাস্তা নির্মাণ, দেওঘর এ’প্রেসের সময় পরিবর্তন ইত্যাদি বিষয়ও আলোচনায় স্থান পায়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?