৯ ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ী, ৭ জানুয়ারি।। আগামী ৯ ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব ২০২১ । অন্যান্য বছরের ন্যায় এইবছরও জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে অনুষ্ঠীত হতে চলছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব ২০২১ । করোনা ভাইরাসের প্রভাবের ফলে এই বছর দুইদিন ব্যাপী চলবে এই মেলা। আগামী ০৯ ও ১০ই জানুয়ারী চলবে এই মেলা।

এইবছর মেলার উদ্ভোদক হিসাবে উপস্থিত থাকবে ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহরায়। এই মেলাকে কেন্দ্রকরে এরএমধ্যে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে দোকানদারদের সমাগম ঘটছে। মেলা উপলক্ষ্যে পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে চলছে প্রস্তুতির কাজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?