অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। করোনা সচেতনতায় এখন ফোন করলেই শোনা যাচ্ছে সতর্কবার্তা। তার জন্য বেছে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের গলার স্বর। কিন্তু এবার সেই ব্যারিটোন ভয়েজ শুনতে শুনতে তিতি বিরক্ত দেশবাসী। তাই এবার অমিতাভ বচ্চনের গলায় এই কলার টিউন সরানোর আবেদনে দিল্লি হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, রাকেশ নামে দিল্লির এক বাসিন্দা তথা সমাজকর্মী এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তিনি ২০২০-র নভেম্বরেও কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানিয়েছিলেন। তবে কোনও জবাব আসেনি। অগত্যা তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
এই মামলার পরবর্তী শুনানি ১৮ জানুয়ারি। বৃহস্পতিবার, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। রাকেশ তাঁর আবেদনে জানান, দেশ সেবা নয়, বরং ভারত সরকার এই কলার টিউনের জন্য তাঁকে পারিশ্রমিক দেয়। অথচ, কিছু বিখ্যাত করোনার যোদ্ধা রয়েছেন যারা বিনামূল্যে এই পরিষেবা দিতে রাজি ছিলেন। এমনকি এই যোদ্ধারাই এখন দুঃস্থ মানুষজনকে বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছেন। তাঁরা তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যায় করে এই পরিষেবা দিচ্ছেন।
তাই ন্যায়বিচারের স্বার্থেই মোবাইল থেকে করোনা নিয়ে অমিতাভ বচ্চনে গলায় এই কলার টিউনটি সরিয়ে দেওয়া হোক। পাশাপাশি, অভিনেতা নিজে এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও এই করোনা থেকে বাঁচতে পারেননি। তাই, মহামারীর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জনগণকে সচেতন করতে সরকারের অন্য কোনও বিকল্প ব্যবস্থা করা উচিৎ বলে তাঁর আবেদনে জানান তিনি।