অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। এবার গোয়ায় গিয়ে পুলে নেমে যোগা করতে দেখা গেল মালাইকা অরোরাকে। জলে নেমে যেভাবে মালাইকা যোগা করতে শুরু করেন সেই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন।
উল্লেখ্য, ক্রিসমাস উপলক্ষ্যে অর্জুন কাপুরের সঙ্গে গোয়ায় বেড়াতে চলে যান মালাইকা। অর্জুন এবং মালাইকার পাশাপাশি গোয়ায় যান মালাইকার বোন অমৃতা অরোরাও। এরপরই অমৃতা বলিউডের এই জনপ্রিয় ‘লভবার্ডসকে’ ক্যামেরাবন্দি করতে শুরু করেন।
ক্রিসমাসের পর নতুন বছরও অর্জুনের সঙ্গে গোয়ায় কাটান মাল্লা।গোয়ায় যাওয়ার আগে হিমাচল প্রদেশে গিয়েও অর্জুন কাপুরের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরেন মালাইকা অরোরা। অর্জুন যখন ভূত পুলিশের শ্যুটিংয়ের জন্য হিমাচল প্রদেশে পাড়ি দেন, সেই সময় করিনার সঙ্গে সেখানে পাড়ি দেন মালাইকাও।
হিমাচল প্রদেশে গিয়ে অর্জুন কাপুরের সঙ্গে একান্তে সময় কাটিয়ে মুম্বইতে ফেরেন মালাইকা। মুম্বইতে ফেরার পর বেশ কয়েকদিন ছেলে আরহানের সঙ্গে কাটিয়ে ফের পছন্দের মানুষের সঙ্গে গোয়ায় চলে যান মালাইকা।
অর্জুনের সঙ্গে মালাইকার ছবি দেখে সেখানে কমেন্ট করতে দেখা যায় করিনা কাপুর খানকেও। এমনকি, অর্জুন ও মালাইকা তাঁর ২ জন প্রিয় মানুষ বলেও মন্তব্য করেন বেবো।