নতুন প্রতিনিধি, কমলপুর, ১৪ জানুয়ারি।। ২০১৯ সালের ২১ এপ্রিল কমলপুর থানার অন্তর্গত প্রত্যন্ত শ্বেতরাই এডিসি ভিলেজের সানাইয়া রিয়াং পাড়ার বাসিন্দা সঞ্চিতা রিয়াং বাড়ির অদূরে জঙ্গলে বাঁশ করুল সংগ্রহ করতে যান। তখন জঙ্গলে ছিরে পড়ে অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্চিতা রিয়াং-এর। বিদ্যুতের ছোবলে ঝলসে যায় সঞ্চিতা রিয়াং-এর শরীর। সাথে থাকা বড় ছেলে নগর জয় রিয়াং আহত হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে মৃতার পরিবারের লোকজনদের হাতে মোট ৩ লক্ষ ৯৭ হাজার পাঁচশ টাকার চেক তুলে দেওয়া হয়। কমলপুরের দুর্গাচৌমুহনী বিদ্যুৎ নিগমের সাবডিভিশন অফিসে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক পরিমল দেববর্মা বলেন যেদিন সঞ্চিতা রিয়াং-এর মৃত্যু হয়েছিল সেইদিন তিনি মৃতার বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান পরিবারটি অত্যন্ত দরিদ্র। তারপর তিনি পরিবারটিকে যতটুকু সম্ভব সরকারী সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের যৌথ প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে পরিবারটির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।