উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে কেন্দ্র : সঞ্জয় ধোত্রে

নতুন প্রতিনিধি, জিরানীয়া, ১৪ জানুয়ারি।। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের ব্যপক উন্নতি ঘটানো। উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা, পরিকাঠামো, কৃষি , যোগাযোগ , উচ্চ শিক্ষা ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক বিশেষ নজর দিয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়ন ঘটানো এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্ম সংস্থানের ব্যবস্থা করার কাজ চলছে। মঙ্গলবার জিরানীয়ার এন আই টি-তে এডমিনেস্ট্রেটিভ ব্লকে ১ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের সূচনা করে এই কথা বলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জয় ধোত্রে। তিনি বলেন ২০১০ সাল থেকে এন আই টি শুরু হওয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের অগ্রগতি ক্ষতিয়ে দেখেছেন তিনি। এই অগ্রগতি সন্তোষ জনক বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। ভারত বর্ষের সমস্ত এন আই টি-র মধ্যে ভাল স্থানে রয়েছে ত্রিপুরা। ধীরে ধীরে এই প্রতিষ্ঠানে একাধিক বিষয়ে পড়াশুনা করছেন। ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০০। এর ক্ষমতা আরো বাড়ানো এবং আরো বেশী ছাত্র ছাত্রী যাতে এর সুবিধা নিয়ে উচ্চ সিক্ষিত হতে পারে তাঁর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জয় ধোত্রে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?