স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জানুয়ারি।। সোমবার রাতে রাজধানীর টাউন হল সংলগ্ন ভূমিলেখ্য দপ্তরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিষয়টি খতিয়ে দেখতে যান রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। তিনি পরিদর্শনের পর জানান, যে ব্লকে আগুন লেগেছে তাতে কিছু কিছু পুরনো ফার্নিচার এবং পুরনো কাগজপত্র ছিল। এটা বড় কনস্ট্রাকশনের জন্য নতুনভাবে নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে সরকারি নথিপত্র তেমন কোনো ক্ষতি হয় নি। তবে নাশকতা থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাতের কোন কারণ নেই। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম বলে জানিয়েছেন তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাতে জেলাশাসক শৈলেশ কুমার যাদব ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন। যেখানে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে সেটা মেয়াদ উত্তীর্ণ। ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। গত কয়েকমাস আগে এই জমি আগরতলা পুর নিগমের তুলে দেওয়া হয়েছে। জমির নামজারি হয়ে গেছে।
এখানে শুধু কিছু পুরনো মেয়াদ উত্তীর্ণ ল্যান্ড রেকর্ড এবং ল্যান্ড ম্যাপের মেশিন ছিল। নতুন ল্যান্ড ম্যাপের যাবতীয় তথ্য তহশীল দপ্তরের কাছে কম্পিউটারে জমা আছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত পুলিশি তদন্তে বের হয়ে আসবে বলে জানিয়েছেন তিনি। সরকারি অফিসে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কর্মচারি মহলে।