নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। পশ্চিম আগরতলা থানার লকআপে মৃত্যু হওয়ার সুশান্ত ঘোষের বাড়িতে যায় সারা ভারত আইনজীবী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে প্রতিনিধিদলের সদস্যরা মৃত সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে কথা বলে পরিবারের লোকজনদের সাথে। ঘটনার বিষয়ে অবগত হয় প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আইনজীবী ভাস্কর দেববর্মা। মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর আইনজীবী ভাস্কর দেববর্মা জানান মৃতের পরিবারের বক্তব্য থেকে পরিষ্কার পশ্চিম থানার লকআপে হত্যা করা হয়েছে সুশান্ত ঘোষকে। তাই সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে কিছুই হবে না। বিচার বিভাগীয় তদন্ত না হলে নিরপেক্ষ তদন্ত হবে না। পশ্চিম আগরতলা থানার ওসি, সদর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সহ এই ঘটনার সাথে যুক্তদের চাকুরি থেকে বরখাস্ত করে তদন্তের কাজ শুরু করারও দাবি জানান আইনজীবী ভাস্কর দেববর্মা।