অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরলে বাধ্যতামূলক নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইন। কিন্তু তা না মানায় অভিনেতা আরবাজ খান, সোহেল খান এবং তাঁর ছেলে নির্বান খানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল বৃহন্মুম্বই পুরনিগম। বিএমসির দাবি, এয়ারপোর্টে তাঁদের মিথ্যা বলেছেন তিনজনেই, সেখানে হোটেলে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা বলে সোজা নিজেদের বাড়ি পৌঁছান সোহেল-আরবাজ-নির্বাণ।
আর এই মর্মেই তাঁদের বিরুদ্ধে সোমবার খার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর ইউএই থেকে ফেরেন সলমন খানের পরিবারের তিন সদস্য। প্রসঙ্গত, করোনার নতুন স্ট্রেনের প্রকোপ থাবা বসাচ্ছে ভারতেও। করোনার জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র, তাই করোনা নিয়ে খুব কড়াকড়ি উদ্ধব ঠাকরের রাজ্যে। কোভিড বিধি অনুযায়ী, সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা।
বিদেশ থেকে আসা কারও থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সেই কারণেই এই নিয়ম পালন করতে হচ্ছে। বিএমসির অভিযোগ, বিমানবন্দর ছাড়ার সময় আরবাজ, সোহেল ও নির্বান কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তাঁরা বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে সাতদিন আলাদা থাকবেন। তারপর বাড়ি ফিরবেন। কিন্তু পরে জানা যায়, ২৬ ডিসেম্বরই নিজেদের হোটেল বুকিং বাতিল করে প্রত্যেকেই বাড়ি ফিরে যান।
এই খবর সামনে আসছেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিএমসি। মুম্বই পুলিশের মুখপাত্র এবং পুলিশের ডেপুটি কমিশনার এস চৈতন্য জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং মহামারী আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।
এইচ-ওয়েস্ট ওয়ার্ডের মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্জয় ফানদে জানিয়েছেন, তিনজকেই তাজ ল্যান্ডস এন্ডস হোটেলে স্থানান্তরিত করা হয়েছে, এবং সেখানে বাকি সময়টা নিভৃতবাসেই কাটাতে হবে সোহেল-নির্বাণ ও আরবাজকে।