অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। ৩৫ বছর বয়সেও প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্তাসের এই পর্তুগিজ ফরোয়ার্ড এবার ভাঙলেন ফুটবল সম্রাট পেলের অনন্য রেকর্ড।
ক্লাব এবং দেশ মিলিয়ে মোট গোলসংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন সিআরসেভেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলসংখ্যা- ৭৫৭। আর রোনালদোর গোলসংখ্যা এখন- ৭৫৮।রবিবার সিরি আয় উদিনেসের বিপক্ষে জোড়া গোল করার সুবাদেই পেলেকে ছাড়িয়ে যান রোনালদো। ম্যাচে জুভরা জেতে ৪-১ গোলে।
রোনালদোর সামনে এখন শুধু অস্ট্রিয়ার জোসেফ বিকান। তার গোলসংখ্যা ৭৫৯। অর্থাৎ আর দুটি গোল করলেই ক্লাব এবং দেশ মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন রোনালদো। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তার গোল সংখ্যা ৭৪২। যদিও রোনালদোর থেকে মেসি ২০০ ম্যাচ কম খেলেছেন।
পরিসংখ্যান বলছে, ক্লাব ফুটবলে ৬৫৬টি এবং দেশের হয়ে ১০২টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৫ বছর বয়সী তারকা স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি এবং রিয়ালের হয়ে ৪৩৮টি গোল করেছেন। এ ছাড়া বর্তমান ক্লাব জুভেন্তাসের হয়ে ১০৪ ম্যাচে করেছেন ৮৩টি গোল।