অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। বিখ্যাত চিনা ধনকুবের এবং আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পপতি জ্যাক মা নিখোঁজ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে, গত দু’মাস তাঁকে জনসমক্ষে দেখা যায় নি। আর তাতেই তাঁকে নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন জ্যাক মা। প্রকাশ্যে সমালোচনা করেছিলেন চিনের সরকারের। তারপর থেকেই ‘উধাও’ হয়ে যান তিনি। একটি সূত্রে দাবি করা হচ্ছে, তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
কী করে সামনে এল এই খবর? কিছুদিন আগে এক ট্যালেন্ট শো’য়ের বিচারক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জ্যাক মা’র। কিন্তু তিনি সেই শো’য়ে যোগ দেননি। এরপরেই ওই শো’য়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয় তাঁর ছবি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে জ্যাক মা চিনা সরকারের কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, সরকারি কর্তারা সুদ খোরের মতো আচরণ করছেন। চিনের ব্যাঙ্কিং নীতিরও সমালোচনা করেছিলেন তিনি।