নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। বিহন্নলাদের অভিযোগ খণ্ডন করলেন প্রাক্তন বাম বিধায়ক ললিত কুমার দেববর্মা। বৃহস্পতিবার বৃহন্নলা অভিযোগ করেছিলেন প্রাক্তন বিধায়ক ললিত কুমার দেববর্মা ও তার ছেলে বিহন্নলাদের মারধোর করে। সেই অভিযোগ শুক্রবার খন্ডন করলেন প্রাক্তন বিধায়ক। তিনি বলেন তার নাতি হয়েছে শুনে বিহন্নলারা বাড়িতে আসে। তখন তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিহন্নলারা এসে বকশিশের দাবি করে। তখন বিধায়কের ছেলে বলে যে তার মা কিছুদিন আগে নিহত হয়েছে। তাই এখন পর্যন্ত ছেলের মুখে ভাত হয়নি। পরবর্তী সময় আসার জন্য। এই কথা শুনে বিহন্নলারা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের ঘরে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন খেলনার ব্যাট দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে বিধায়ক। এক সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক ললিত দেববর্মা বলেন তেমন কিছুই হয়নি। খেলনার বাট দিয়ে শুধু তাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন ৭৪ বছর বয়সে এখন পর্যন্ত কারো সাথে খারাপ ব্যবহার করেন নি বলে জানান তিনি।