স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪জানুয়ারি।। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিতার মৃত্যু বার্ষিকী। তাই পিতার আত্মার সদগতি কামনা করতে এইদিন স্বপরিবারে আগরতলাস্থিত সৎসঙ্গ আশ্রমে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ওনার স্ত্রী ও মা। সৎসঙ্গ আশ্রমে গিয়ে ঠাকুরের নিকট প্রয়াত পিতার আত্মার সদ্গতি কামনা করে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। তারপর স্বপরিবারে সৎসঙ্গ আশ্রমে কিছুটা সময় কাটান তিনি।
সৎসঙ্গ আশ্রমের গুরুজনদের হাতে তুলে দেন শীতবস্ত্র। পরে স্বপরিবারে সৎসঙ্গ আশ্রম ঘুরে দেখেন। পরে মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান ওনার একটাই কাজ রাজ্যবাসীর সেবা করা। রাজ্যবাসি যে দায়িত্ব ওনাকে দিয়েছে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করা ওনার লক্ষ্য। এইদিন ওনার বাবার মৃত্যু বার্ষিকী। তাই তিনি এইদিন সৎসঙ্গ আশ্রমে গিয়েছেন। তিনি আরও জানান সৎসঙ্গ আশ্রমে প্রয়াত বাবার আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। ত্রিপুরা রাজ্য সমৃদ্ধশালি রাজ্যে পরিনত হবে বলেও জানান তিনি।