অনলাইন ডেস্ক, ৪জানুয়ারি।। মেঘালয় থেকে ত্রিপুরা প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের হাতে আটক ৪৯৭ কার্টুন বিলেতী মদ। একই সাথে আটক করা হয়েছে মদ বোঝাই গাড়ি ও গাড়ির চালককে।উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃত ট্রাক চালকের নাম রঞ্জিত দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, অসমের করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীলের কাছে গোপন সংবাদ আসে বিপুল পরিমাণ বিলেতী মদ অসম হয়ে ত্রিপুরা প্রবেশ করবে।
সেই গোপন সংবাদের উপর ভিত্তি করে আসামের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে ওতপেতে বসে। গভীর রাতে নাকা চেকিং করতে গিয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডার বহনকারী AS-01DC-9747 নাম্বারের ছয় চাকার একটি ট্রাক আটক করে আসাম পুলিশ। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪৯৭ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের বিলেতী মদ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গাড়ি ও চালককে। ধৃত চালকের নাম রঞ্জিত দেবনাথ, বয়স ২৭। বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায়। বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মদ ও ছয় চাকার ট্রাকটি চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের হেফাজতে রয়েছে। এবং চালক রঞ্জিত দেবনাথ বাজারিছড়া থানার হেফাজতে রয়েছে।
এদিকে চুরাইবারি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল জানান ওনারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ একটি ছয় চাকার ট্রাক ও ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে। উদ্ধার মদের কোনো ধরনের বৈধ নথিপত্র নেই। তিনি আরো জানান, এই বিপুল পরিমান বিলিতি মদ মিজোরাম থেকে ত্রিপুরার কাঞ্চনপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।