প্রথম জয় পেয়ে আনন্দের চেয়ে বেশি স্বস্তিতে ফাউলার, প্রশংসা নবাগত ব্রাইটের

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। আইএসএলের প্রথম জয়ের পর যতটা না আনন্দিত, তার চেয়েও বেশি স্বস্তি পেয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। দীর্ঘ লড়াইয়ের পর দলটাকে যে ক্রমশ জয়ের রাস্তায় আনতে পেরেছেন, এটাই স্বস্তির কারণ। রবিবার ভাস্কোর তিলক ময়দানে ওডিশা এফসি-কে ৩-১ গোলে হারানোর পরে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ফাউলার বলেন, “জয় পেতে কার না ভাল লাগে। সাফল্য সব সময়ই সুখের। গত পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছি আমরা। এটা যথেষ্ট পেশাদার পারফরম্যান্স। আমরা ক্রমশ দলটাকে তৈরি করছি এবং এখনও অনেক কাজ বাকি আছে। নতুন বছরটা খুব ভাল ভাবে শুরু করেছি আমরা। আশা করি, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব আমরা”।

সাতটি ম্যাচ খেলার পরে অবশেষে জয়ের রাস্তায় আসা নিয়ে ফাউলারের মন্তব্য, “আমরা গত কয়েকটি ম্যাচে ভালই খেলেছি। কিছু কিছু পরিবর্তন করেছি আমরা। আজকের ম্যাচটা জেতা খুবই দরকার ছিল আমাদের। ইতিবাচক ফল পাওয়ার জন্য আমরা খুবই পরিশ্রম করি। আমাদের খেলার একটা নির্দিষ্ট ধরন রয়েছে। এই ধরনটাকে খুব সোজাসাপ্টা রাখতে চাই। এটা রাখতে পারলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। প্রত্যেক খেলোয়াড়েরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি চাই আমার দলের ছেলেরা প্রত্যেকেই নিজেদের ভূমিকায় স্বচ্ছন্দে থাকুক এবং দলকে জয় এনে দিক”।

দলের ছেলেদের আত্মবিশ্বাস বজায় রাখার কাজটাই এত দিন ধরে করে আসছেন তিনি, জানিয়ে দেন ফাউলার। বলেন, “এই কদিনে ছেলেদের বারবার বলে এসেছি, আমরা ভাল খেলতে থাকলে জয় আসবেই। আমি আগেই বলেছিলাম, জয় থেকে আমরা খুব একটা দূরে নেই। আজ তা-ই হল”। দলের ফুটবলারদের প্রশংসা করে ব্রিটিশ কোচ বলেন, “আজ আমার ফুটবলার মনে ছাপ ফেলার মতো পারফরম্যান্স দেখিয়েছে। নতুন খেলোয়াড়রাও ভাল খেলেছে। পিলকিংটন তো ভাল খেলছিলই, মাঘোমা সম্ভবত আজ সেরা পারফরম্যান্স দেখিয়েছে। সবাই ভাল খেলেছে”। সদ্য দলে যোগ দেওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট ইনোবাখারে সম্পর্কে ফাউলার বলেন, “ব্রাইট অসাধারণ খেলোয়াড়। অথচ কী সহজ ভাবে খেলল। ওকে দেখে অবিশ্বাস্য লাগল আমার। তবে পিলকিংটন, মাঘোমার গোলগুলোও দারুণ”।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?