অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। সংস্থার তৈরি করোনার ভ্যাকসিন নিয়ে তৃতীয় পর্বের পরীক্ষা চালাচ্ছে ভারত বায়োটেক। সেই পরীক্ষার ফলাফল আসার আগেই ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন একাধিক কংগ্রেস নেতা। কংগ্রেসের এই সমালোচনার জবাবে পাল্টা মুখ খুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
রবিবার সন্ধ্যায় বিজেপি সভাপতি বলেন, কংগ্রেস ভ্যাকসিন নিয়ে যত বিরোধিতা করবে ততই ওদের মুখোশ খুলে যাবে। মানুষের কাছে কংগ্রেসের পরিচয় স্পষ্ট হবে। নাড্ডা এদিন আরও বলেন, আবারও আমরা দেখলাম দেশ যখন কোনও কাজে সাফল্য পায় বা মানুষের ভালর জন্য কোনও কাজ করে সঙ্গে সঙ্গেই কংগ্রেস তার বিরোধিতা শুরু করে। ওরা অন্য কারও ভাল দেখতে পারে না। তবে কংগ্রেস যতই সরকারের সাফল্যকে ছোট করার চেষ্টা করুক না কেন, তাতে কোনও লাভ হবে না। বরং মানুষের কাছে ওদের প্রকৃত চরিত্রটা প্রকাশ হয়ে পড়বে।
নাড্ডা অভিযোগ করেন, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ভ্যাকসিন নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। নোংরা রাজনীতি করছে। বিজেপি সভাপতির দাবি, কংগ্রেস কোনও ভারতীয় বিষয় নিয়ে গর্ববোধ করে না। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে। মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। আসলে কংগ্রেসের মানসিকতাটাই নেতিবাচক। কংগ্রেসের কাছে আমার আবেদন, আপনারা অন্য যে কোনও জিনিস নিয়ে রাজনীতি করুন কিন্তু মানুষের জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করবেন না। আপনাদের বোঝা উচিত, এই নেতিবাচক মানসিকতা ও নোংরা রাজনীতি প্রত্যাখ্যান করেছে দেশবাসী। এই মানসিকতা না বদলালে আগামী দিনে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না।