অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৯৭ রানে থেমেছে পাকিস্তানের প্রথম ইনিংস।
রবিবার ক্রাইস্টচার্চে শুরু হওয়া এই টেস্টই নতুন বছরের প্রথম ম্যাচ। পাকিস্তান ৮৩.৫ ওভার ব্যাট করে ২৯৭ রানে গুটিয়ে যায় এদিন।
কাইল জেমিসন ৫ উইকেট শিকার করেন। পাকিস্তানের আজহার আলি সেঞ্চুরির আক্ষেপে পোড়েন। ৯৩ রানে আউট হন তিনি। পাকিস্তান অলআউট হওয়ার পর এদিন আর খেলা হয়নি।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিং বেছে নেন। দলীয় ৪ রানেই ওপেনার শান মাসুদকে হারিয়ে বিপাকে পড়ে অতিথি দল পাকিস্তান। ৮৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দলটিকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালান আজহার। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে আউট হন তিনি। হেনরির শিকার হওয়ার আগে ১৭২ বলে ১২ চারে সাজান নিজের ইনিংস।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম মাত্র ২ রানেই আউট হন। বাবর আজমের অনুপস্থিতে অধিনায়কত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান ৬১, ফাইম আশরাফ ৪৮, জাফর গহর ৩৪ রান করেন।
কিউইদের পক্ষে জেমিসনের ৫ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। ম্যাট হেনরির শিকার ১টি।
প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস
২৯৭/১০ (৮৩.৫ ওভার) (আবিদ ২৫, আজহার ৯৩, রিজওয়ান ৬১, ফাহিম ৪৮, জাফর ৩৪; সাউদি ২/৬১, বোল্ট ২/৮২, জেমিসন ৫/৬৯, হেনরি ১/৬৮)।