অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি।। রবিবার সকালে বাড়ির উপর ভেঙে পড়ল ছোট একটি বিমান। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই দুর্ঘটনায় পাইলট ও বিমানে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে যে বাড়িটির উপর বিমানটি ভেঙে পড়ে সেই বাড়ির কেউ হতাহত হননি। আমেরিকার ডেট্রয়েটের পশ্চিম লিও টাউনশিপে এই দুর্ঘটনা ঘটেছে।
ওই বাড়ির মালিক জানিয়েছেন, রবিবার ছুটির দিন হওয়ায় তিনি ও তাঁর স্ত্রী টেলিভিশন দেখছিলেন। তবে টেলিভিশনে কী সিনেমা দেখা হবে তা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। যে কারণে তিনি ও তাঁর স্ত্রী ড্রয়িংরুম থেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেখানে কোন সিনেমা দেখা হবে তা নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি চলছিল। এ সময় আচমকাই বিমানটি তাঁদের বাড়ির উপর ভেঙে পড়ে। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই জ্বলে ওঠে তাঁদের ঘরবাড়ি।
ভাগ্যক্রমে তাঁরা বাড়ির বাইরে চলে আসায় পরিবারের কোনও সদস্যের মৃত্যু হয়নি। তবে ওই পরিবারের পোষা একটি বিড়াল অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। ওই পরিবারটির সদস্য সংখ্যা পাঁচ। স্বামী স্ত্রী ও তাঁদের তিন সন্তান। ওই বাড়ির মালিকের স্ত্রী বলেছেন, যে বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল সেটি তাঁদের বাড়ি থেকে আধা মাইল দূরে। বিমানবন্দরের কাছাকাছি বাড়ি হওয়ায় তাঁরা আতঙ্কেই থাকেন। কারণ এখানে বিমান সবসময়ই খুব নিচ দিয়ে ওড়ে।
তবে এ ধরনের দুর্ঘটনার মুখে তাঁরা কখনও পড়েননি। দুর্ঘটনার সময় ওই দম্পতির দুই সন্তান নিচের ঘরে ঘুমোচ্ছিল। সে কারণেই তাদের কোনও ক্ষতি হয়নি বলে ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন। ঘটনার পর তাঁরা বিষয়টি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন।