স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩ জানুয়ারি।। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ইয়াকুব নগর সীমান্তে চারটি গরু আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।সংবাদ সূত্রে জানা গেছে পাচারকারীরা ইয়াকুব নগর সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তখনই সীমান্তের টহলরত বিএসএফ জওয়ানরা এগিয়ে আসে। বিএসএফের জওয়ানরা এগিয়ে আসতে দেখে পাচারকারীরা গরু গুলো ফেলে পালিয়ে যায়।
পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার পর বিএসএফের টহলরত জওয়ানরা চারটি গরু উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। রবিবার সকালে গরু গুলি কদমতলা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা। সংবাদ সূত্রে জানা গেছে ইয়াকুব নগরে ১৬৬নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কর্মরত রয়েছে।
উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার পাচারকালে আটক করতে সক্ষম হয়েছে ইয়াকুব নগর সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা।এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচারকারীরা গরু এবং নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করে চলেছে।সীমান্তের টহলরত বিএসএফ জওয়ানরা তৎপর থাকার কারণে প্রায় সময়ই পাচারকারীদের এ ধরনের পাচারের চেষ্টা ব্যর্থ হচ্ছে।
বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে কোন ধরনের পাচাররধে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।পাচারকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার ফলেই এ ধরনের পাচার অনেকাংশে কমানো সম্ভব হয়েছে বলেও বিএসএফ দাবি করেছে। সীমান্ত গ্রামগুলিতে বসবাসকারী জনগণ বিএসএফের কাছে দাবি জানিয়েছেন তারা যেন সীমান্তে নজরদারি বৃদ্ধি করে এবং পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব গ্রহণ করে।