স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জানুয়ারি।। মজলিশপুর কেন্দ্রের তীব্র ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মিছিল করলেন স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী। শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে রাজ্যে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে শাসক দলের গোষ্ঠী কোন্দল রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। সংস্কারপন্থী বিধায়কদের অবহেলার পাত্র বানিয়ে বিজেপি রাজ্য কমিটি কমিউনিস্টদের মদতপুষ্ট করে চলেছে। আর এরই বিরুদ্ধে শাসক দলের সংস্কারপন্থী বিধায়কদের সাথে খন্ডযুদ্ধ চরম আকার ধারণ করছে। আর এরই জেরে সংস্কারপন্থী বিধায়কদের কোনরকম কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হচ্ছে না এবং সেইসব বিধায়কদের নিজ এলাকায় রাজনৈতিক কোনো রকম কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না।
যার পরিপ্রেক্ষিতে সেই সংস্কারপন্থী বিধায়কদের মধ্যে এক বিধায়ক মজলিশপুর বিধানসভা কেন্দ্রের সুশান্ত চৌধুরি আমন্ত্রিত সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সম্প্রতি। এবং সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন নিজ এলাকায় কোনো রকম রাজনৈতিক কর্মসূচি করতে গেলে দলের রাজ্য কমিটি কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে, যা অন্যান্য কোন দলে নেই। এবং সেসব রাজনৈতিক কর্মসূচি দলের কর্মীদের এবং কমিউনিস্টদের মদতপুষ্টদের দ্বারা বানচাল করার প্রচেষ্টা করা হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইভাবে নিজ বিধানসভা এলাকায় মন্ডল সভাপতি পরিবর্তন এবং প্রাক্তন ডি ওয়াই এফ আই নেতাকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নির্বাচিত করাতে দ্বিমত প্রকাশ করেছেন তিনি। আর এরই বিরোধিতা করে রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে যুব মিছিলের ডাক দিয়েছিলেন তিনি।
সেই মোতাবেক রবিবার সকালে এলাকা শুরু হয় যুবকদের বাইক মিছিল। কয়েক শতাধিক যুবক বাইক মিছিলে অংশ নেয়। বাইক মিছিলটি মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পথ পরিক্রমা করে।এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার স্লোগান তোলা হয়। সি পি আই এম এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে সি পি এম মদদপুষ্ট চক্রান্তকারীদের কাছ থেকে মজলিশপুর কেন্দ্রকে মুক্তি দেওয়ার দাবি তোলা হয়। এ বিষয়ে মিছিলের পর বিধায়ক সুশান্ত চৌধুরী জানিয়েছেন, স্বৈরাতান্ত্রিক সি পি এম -এর বিরুদ্ধে হুংকার দিতে এবং সি পি আই এম -কে মদদপুষ্ট চক্রান্তকারীদের যোগ্য জবাব দিতে এ মিছিল। মিছিলে বিধানসভা কেন্দ্রের যুবক এবং ছাত্ররা অভাবনীয়ভাবে অংশ নিয়ে যোগ্য জবাব দিয়েছে সে ষড়যন্ত্রকারীদের।
আগামী দিনের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে চক্রান্তকে পিছে ফেলে এগিয়ে যেতে হবে বলে বার্তা দেন বিধায়ক। আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাডডার যে লক্ষ্য ত্রিপুরা বাম মুক্ত করার স্বপ্ন বাস্তবায়িত করে দেখাতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হবে। আর রাজ্য থেকে বামদের মুক্ত করতে হবে বলে মজলিশপুর বিধানসভা বাসী উদ্দেশ্যে বলেন তিনি।